GBP/USD 4H চার্টে এখন প্রাইস চ্যানেলে সাপোর্টের মুখোমুখি। সেখান থেকে প্রাইস Rebound করে উপরে উঠতে পারে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে Upside এ প্রাইস যদি 1.5185 এর ক্লিয়ার ব্রেক করে তাহলে পরবর্তী টার্গেট হতে পারে 1.5350 zone। অপর দিকে সাপোর্ট এর ডাউন সাইড এ ক্লিয়ার ব্রেক প্রাইসকে আবার 1.4831 কে টেস্ট করাতে পারে। সবমিলিয়ে আজকে GBP/USD বলা যায় একটা কঠিন সময় এর মধ্যে দিয়ে যাচ্ছে তাই বাই সেল অর্ডার ওপেন এর পূর্বে ট্রেডারদেরকে প্রাইস মুভমেন্ট ভালো করে খেয়াল করার অনুরোধ জানাচ্ছি।
Wednesday, March 27, 2013
USD/JPY ডেইলি আউটলুক ২৮ মার্চ ২০১৩
USD/JPY 4H চার্টে এখনো Downtrend প্রাইস চ্যানেল এ রয়েছে, এবং 96.70 থেকে এই Downtrend শুরু হয়েছ। যতদিন প্রাইস চ্যানেল এর Upper line এ Resistance বহাল থাকবে আশা করছি ততদিন ডাউন ট্রেন্ড Continue করবে বলে আশা করছি। এবং পরবর্তী টার্গেট হতে পারে 92.00 -93.00 প্রাইস এরিয়া। অপরদিকে Upside Resistance এর ক্লিয়ার ব্রেক প্রাইসের নতুন ট্রেন্ড শুরু করতে পারে ।
Tuesday, March 26, 2013
USD/JPY ডেইলি আউটলুক ২৭ মার্চ ২০১৩
USD/JPY এখনো ডাউন ট্রেন্ড এ রয়েছে যা শুরু হয়েছিল 96.70 থেকে। তবে কালকে প্রাইসের কিছুটা উঠে যাওয়াকে Downtrend Consolidation বলা যেতে পারে। Key Resistance 4H চার্টে Upper Trendline এ আছে। তাই Resistance Hold করা পর্যন্ত মার্কেট নিচে যাবে বলে ধারণা করছি। পরবর্তী টার্গেট হতে পারে 92.00 – 93.00 এরিয়া। অপর দিকে Resistance এর ক্লিয়ার ব্রেক ডাউন ট্রেন্ড কমপ্লিট এর সিগন্যাল দিবে এবং নতুন ট্রেন্ড শুরু করবে।
Subscribe to:
Posts (Atom)