Monday, September 9, 2013

ফরেক্স স্ট্রাটেজি'র সাতকাহন


নতুন ফরেক্স ট্টেডারদের প্রায়ই মাথা ঠুকতে দেখা যায়  "ট্রেডিং স্ট্র্যাটেজি" নিয়ে। "ভাই আপনার স্ট্র্যাটেজিটা কি দেয়া যাবে ?" কিংবা "আপনার স্ট্র্যাটেজিটা কি ?" এরকম কথা প্রায়ই ফেসবুকে দেখা যায়। আমাকে একথা কেউ বললে বলি, আমি এনা্লাইসিস শেখাতে পারি কিন্তু স্ট্র্যাটেজি শেখাতে পারবো না। বস্তুত একজন ট্টেডারের একটা স্ট্র্যাটেজি দাড় করাতে মাসের পর মাস লাগতে পারে। এবং সে যে স্ট্র্যাটেজিতে সফল হয়েছে সবাই যে তাতে সফল হবে তার কোনো গ্যারান্টি নাই। কারন প্রতিটা ট্রেডার ইউনিক। একটা ট্টেড কতক্ষন ধরে রাখবো, কত পিপস লাভ করবো, কত পিপস লস করবো .. এটা একেক জনের একেক রকম হবে। তাই স্ট্র্যাটেজিও নিজেকেই ডেভেলপ করতে হবে 
 বিস্তারিত :
http://banglaforexschool.com/index.php/articles/563-2013-09-09-05-31-26

Sunday, September 8, 2013

GBP/USD Weekly Outlook 9-13 September 2013



GBP/USD এর আউটলুকে গত সপ্তাহে তেমন কোন বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। তাই এ সপ্তাহে প্রথম দিকে GU এর মুভমেন্ট neutral থাকতে পারে। সাপোর্ট 1.5422 এর ব্রেক হলে মার্কেট বেয়ারিশ মমেন্টাম শুরু হবার সিগন্যাল দিতে পারে এবং একই সাথে 1.4813 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড 1.5715 এ টপ তৈরি করে শেষ হবার সিগন্যাল দিতে পারে। ডাউন সাইডে টার্গেট হতে পারে 1.5101 এবং 1.4813. বেয়ারিশ মুভমেন্ট কে গুরুত্ব দেয়ার আরেকটি কারন হচ্ছে Strong Resistance @ 1.5751 প্রাইস। এখান থেকে pull back এর আগেও একবার হয়েছে তাই এই পয়েন্ট Reversal এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু key Resistance  1.5751 এর ব্রেক হলে মার্কেট পরবর্তী Resistance 1.6380 Focus করবে।

Fibo Exp. থেকে দেখা যাচ্ছে 100% Projection near 1.5755 প্রাইসে রেজিস্টান্স রয়েছে। এর ব্রেক হলে টার্গেট হবে  Fibo 161.8% projection.

EUR/USD Weekly Outlook 9-13 September 2013

গতসপ্তাহে EUR/USD 1.3451 প্রাইস থেকে অনেকটা নিচে 1.3104 প্রাইসে Low তৈরি করেছে। এবং Long Term Outlook এ সাইড ওয়ে মুভমেন্ট এর সিগন্যাল দিচ্ছে। প্রাইসের কারেন্ট ডাউন ওয়ার্ড মুভমেন্ট 1.2755 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড 1.3451 প্রাইসে কমপ্লিট হয়ে যাবার সিগন্যাল দিচ্ছে। এবং আবার Low 1.2755 কে টেস্ট করার ডাউন ট্রেন্ড Develop হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। মার্কেট মুভমেন্ট সাইড ওয়ে হবার কারনে Resistance 1.3222 কে গুরুত্ব দিচ্ছি । Resistance 1.3222 এর ব্রেক হলে মার্কেট মুভমেন্ট পুনরায় বুলিশ হবে আশা করছি এবং 1.3451 কে Re-test করবে।
 
আমরা যদি আরও বড় টাইম ফ্রেম এর  চার্ট দেখি, তাহলে EUR/USD পেয়ারে side way movement পরিস্কার হয়ে উঠবে। তাই Specific কোন ট্রেড এর জন্য সাপোর্ট 1.2746 অথবা Resistance 1.3451 এর ব্রেক প্রয়োজন। 

GOLD Weekly Outlook 9-13 September 2013

Gold ২৮ জুন থেকে আপ ট্রেন্ডে রয়েছে। তবে পেয়ারটি ডাউন চ্যানেল এ থাকায় কিছুটা বেয়ারিশ মুভমেন্ট দেখা গিয়েছিল। সাপোর্ট 1350 , এবং ট্রেন্ড লাইনের Lower Line strong support হিসেবে কাজ করছে। ট্রেন্ড আপ হবার দরুন আশা করছি পেয়ারটি ট্রেন্ড লাইন কে টেস্ট করে আবার আপ হবার সম্ভাবনা অনেক বেশি। ট্রেন্ড লাইনের ব্রেক পেয়ারটিকে পরবর্তী সাপোর্ট 1320 & 1272 কে টেস্ট করা সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

ডেইলি চার্ট এ Fibo analysis থেকে দেখা যায় 1798 to 1179 এর 38.2% projection থেকে ফিরে আসছে বলে মনে হচ্ছে। তবে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে তাই Retracement আশা করছি Fibo 50% near 1488 .