নতুন ফরেক্স ট্টেডারদের প্রায়ই মাথা ঠুকতে দেখা যায় "ট্রেডিং স্ট্র্যাটেজি" নিয়ে। "ভাই আপনার স্ট্র্যাটেজিটা কি দেয়া যাবে ?" কিংবা "আপনার স্ট্র্যাটেজিটা কি ?" এরকম কথা প্রায়ই ফেসবুকে দেখা যায়। আমাকে একথা কেউ বললে বলি, আমি এনা্লাইসিস শেখাতে পারি কিন্তু স্ট্র্যাটেজি শেখাতে পারবো না। বস্তুত একজন ট্টেডারের একটা স্ট্র্যাটেজি দাড় করাতে মাসের পর মাস লাগতে পারে। এবং সে যে স্ট্র্যাটেজিতে সফল হয়েছে সবাই যে তাতে সফল হবে তার কোনো গ্যারান্টি নাই। কারন প্রতিটা ট্রেডার ইউনিক। একটা ট্টেড কতক্ষন ধরে রাখবো, কত পিপস লাভ করবো, কত পিপস লস করবো .. এটা একেক জনের একেক রকম হবে। তাই স্ট্র্যাটেজিও নিজেকেই ডেভেলপ করতে হবে
বিস্তারিত :
http://banglaforexschool.com/index.php/articles/563-2013-09-09-05-31-26