Thursday, April 4, 2013

EUR/USD ডেইলি আউটলুক ৫ এপ্রিল ২০১৩


EUR/USD 4H চার্টে 1.2747 প্রাইসে সাইকেল বোটম তৈরি করে এবং বাউন্স করে খুব দ্রুত উপরে উঠে যায়। এখন Key Resistance টেস্ট করার পালা আশা করছি পরবর্তীতে পেয়ারটি 1.3000 প্রাইসে থাকা Key Resistance কে টেস্ট করবে। তবে Resistance এর ক্লিয়ার ব্রেক 1.3710 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ড শেষ এর সিগন্যাল দিবে বলে ধারণা করছি। তখন মার্কেটে নতুন এক ত্রেন্ড পাও্যা যেতে পারে যার টার্গেট হতে পারে 1.4000 প্রাইস জোন। উল্টো দিকে যদি Resistance এর ক্লিয়ার ব্রেক না হয় তবে 1.2747 থেকে প্রাইসের উঠে যাওয়াকে Consolidation বলা যায় এবং Consolidation শেষে প্রাইস আবার previous Low তে ফিরে আসতে পারে এবং ডাউন ট্রেন্ড Continue করতে পারে।



 source: http://banglaforexschool.com/

No comments:

Post a Comment