EUR/USD
গত সপ্তাহে EUR/USD নতুন Lower Low 1.2746 প্রাইসে করলেও খুব শক্তিশালী একটা Rebound মার্কেটে দেখা গিয়েছে। মার্কেট 1.3000 প্রাইসের Psychological Level পার করেছে এবং ক্লোজিং প্রাইস 1.2900 প্রাইস। তবে মার্কেট মুভমেন্ট দেখে বঝা যাচ্ছে পেয়ারটি 1.2746 প্রাইসে বোটম তৈরি করেছে। Fibo 38.2 % এখনো টেস্ট না করায় পরবর্তীতে প্রাইসের আরও Upside মুভমেন্ট এর সম্ভাবনা থেকে যাচ্ছে। Resistance আছে 1.3114 প্রাইসে High 1.3710 থেকে low 1.2746 . এই Resistance এর ক্লিয়ার ব্রেক হলে পরবর্তীতে প্রাইসের টার্গেট হতে পারে 61.8% 1.3342 প্রাইসে। অপরদিকে সাপোর্ট রয়েছে 1.2900 প্রাইসে এর ব্রেক সকল বিতর্কের অবসান ঘটিয়ে মার্কেটকে আবার 1.2661 কী সাপোর্ট লেভেলে নিয়ে যেতে পারে।
GBP/USD
1.4830 প্রাইস থেকে Rebound করে New High 1.5363 প্রাইসে তৈরি করেছে। এই সপ্তাহে আশা করা হচ্ছে প্রাইস মুভমেন্ট আপ সাইডে থাকবে। তবে যদি এটাকে ডাঊন ট্রেন্ড Consolidation ধরে নিই তবে 38.2 % 1.5422 প্রাইস Fibo Strong Resistance এর কাজ করতে পারে [ high 1.6380 to low 1.4830] এবং প্রাইস ফিরে আসতে পারে আবার 1.4830 লেভেলে তবে এর পূর্বে মাইনর সাপোর্ট 1.5198 এর ব্রেক প্রয়োজন এর পরের সাপোর্ট রয়েছে 1.5032. অপরদিকে 38.2% [1.5422] এর ব্রেক হলে প্রাইসের পরবর্তী টার্গেট হতে পারে 1.5788 [ Fibo 61.8%].
USD/JPY
USD/JPY পেয়ার তার আপ ট্রেন্ড Resume করেছে বলে হচ্ছে। পেয়ারটি 96.70 প্রাইসের থাকা Higher High কে ব্রেক করে New Higher 97.83 প্রাইসে তৈরি করেছে এবং আশা করছি পরবর্তীতে পেয়ারটির টার্গেট হতে পারে 100.00 Psychological লেভেল। এছাড়াও Fibo 161.8% Projection [ 90.88 to 96.70] টার্গেট করে 100.00 level. অপরদিকে মাইনর সাপোর্ট 95.74 এর ব্রেক প্রাইস মুভমেন্টকে Neutral করবে। এবং মার্কেটে Consolidation দেখা যেতে পারে। তবে ডাউন ট্রেন্ড শুরু হবার জন্য প্রয়োজন 92.56 এর ক্লিয়ার ব্রেক নয়ত পেয়ার টি পূর্বের মত একটা রেঞ্জ এর মধ্যে উথা নামা করবে। সব মিলিয়ে বলা যায় USD/JPY মুভমেন্ট এই সপ্তাহে বুলিশ থাকবে বলে আশা করছি।
USD/CHF
গত সপ্তাহে USD/CHF পেয়ারটি 0.9352 এর সাপোর্ট ব্রেক করে Sharply Decline হয়েছে এবং new Low তৈরি করেছে 0.9344 প্রাইসে। এই অবস্থায় 0.9566 থেকে প্রাইসের Fall কে Consolidation বলা যায় এবং পরবর্তী টার্গেট হতে পারে 50% Retracement 0.9294 প্রাইস [ 0.9021 to 0.9566]. সাপোর্ট 0.9294 এর ব্রেক বেয়ারিশ মুভমেন্ট এর সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছি এবং পরবর্তী টার্গেট হতে পারে 0.9021 লেভেল।
source: www.banglaforexschool.com