Sunday, April 7, 2013

Weekly অউটলুক ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০১৩


EUR/USD



গত সপ্তাহে EUR/USD নতুন Lower Low 1.2746 প্রাইসে করলেও খুব শক্তিশালী একটা Rebound মার্কেটে দেখা গিয়েছে। মার্কেট 1.3000 প্রাইসের Psychological Level পার করেছে এবং ক্লোজিং প্রাইস 1.2900 প্রাইস। তবে মার্কেট মুভমেন্ট দেখে বঝা যাচ্ছে  পেয়ারটি 1.2746 প্রাইসে বোটম তৈরি করেছে।  Fibo 38.2 % এখনো টেস্ট না করায় পরবর্তীতে প্রাইসের আরও Upside মুভমেন্ট এর সম্ভাবনা থেকে যাচ্ছে। Resistance আছে 1.3114 প্রাইসে High 1.3710 থেকে  low 1.2746 . এই Resistance এর ক্লিয়ার ব্রেক হলে পরবর্তীতে প্রাইসের টার্গেট হতে পারে 61.8% 1.3342 প্রাইসে। অপরদিকে সাপোর্ট রয়েছে 1.2900 প্রাইসে এর ব্রেক সকল বিতর্কের অবসান ঘটিয়ে মার্কেটকে আবার 1.2661 কী সাপোর্ট লেভেলে নিয়ে যেতে পারে। 


GBP/USD
 
1.4830 প্রাইস থেকে Rebound করে New High 1.5363 প্রাইসে তৈরি করেছে।  এই সপ্তাহে আশা করা হচ্ছে প্রাইস মুভমেন্ট আপ সাইডে থাকবে। তবে যদি এটাকে ডাঊন ট্রেন্ড Consolidation ধরে নিই তবে 38.2 % 1.5422 প্রাইস Fibo Strong Resistance এর কাজ করতে পারে [ high 1.6380 to low 1.4830] এবং প্রাইস ফিরে আসতে পারে আবার 1.4830 লেভেলে তবে এর পূর্বে মাইনর সাপোর্ট 1.5198 এর ব্রেক প্রয়োজন এর পরের সাপোর্ট রয়েছে 1.5032. অপরদিকে 38.2% [1.5422]  এর ব্রেক হলে প্রাইসের পরবর্তী টার্গেট হতে পারে 1.5788 [ Fibo 61.8%]. 


USD/JPY
 
USD/JPY পেয়ার তার আপ ট্রেন্ড Resume করেছে বলে হচ্ছে। পেয়ারটি 96.70 প্রাইসের থাকা Higher High কে ব্রেক করে New Higher 97.83 প্রাইসে তৈরি করেছে এবং আশা করছি পরবর্তীতে পেয়ারটির টার্গেট হতে পারে 100.00 Psychological লেভেল। এছাড়াও Fibo 161.8% Projection [ 90.88 to 96.70]  টার্গেট করে 100.00 level. অপরদিকে মাইনর সাপোর্ট 95.74 এর ব্রেক প্রাইস মুভমেন্টকে Neutral করবে।  এবং মার্কেটে Consolidation দেখা যেতে পারে।  তবে ডাউন ট্রেন্ড শুরু হবার জন্য প্রয়োজন 92.56 এর ক্লিয়ার ব্রেক নয়ত পেয়ার টি পূর্বের মত একটা রেঞ্জ এর মধ্যে উথা নামা করবে।  সব মিলিয়ে বলা যায় USD/JPY মুভমেন্ট এই সপ্তাহে বুলিশ থাকবে বলে আশা করছি। 

USD/CHF

 
গত সপ্তাহে USD/CHF পেয়ারটি 0.9352 এর সাপোর্ট ব্রেক করে  Sharply Decline হয়েছে এবং new Low তৈরি করেছে 0.9344 প্রাইসে। এই অবস্থায় 0.9566 থেকে প্রাইসের Fall কে Consolidation বলা যায় এবং পরবর্তী টার্গেট হতে পারে 50% Retracement 0.9294 প্রাইস [ 0.9021 to 0.9566]. সাপোর্ট 0.9294 এর ব্রেক বেয়ারিশ মুভমেন্ট এর সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছি এবং পরবর্তী টার্গেট হতে পারে 0.9021 লেভেল।  
source: www.banglaforexschool.com

Thursday, April 4, 2013

EUR/USD ডেইলি আউটলুক ৫ এপ্রিল ২০১৩


EUR/USD 4H চার্টে 1.2747 প্রাইসে সাইকেল বোটম তৈরি করে এবং বাউন্স করে খুব দ্রুত উপরে উঠে যায়। এখন Key Resistance টেস্ট করার পালা আশা করছি পরবর্তীতে পেয়ারটি 1.3000 প্রাইসে থাকা Key Resistance কে টেস্ট করবে। তবে Resistance এর ক্লিয়ার ব্রেক 1.3710 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ড শেষ এর সিগন্যাল দিবে বলে ধারণা করছি। তখন মার্কেটে নতুন এক ত্রেন্ড পাও্যা যেতে পারে যার টার্গেট হতে পারে 1.4000 প্রাইস জোন। উল্টো দিকে যদি Resistance এর ক্লিয়ার ব্রেক না হয় তবে 1.2747 থেকে প্রাইসের উঠে যাওয়াকে Consolidation বলা যায় এবং Consolidation শেষে প্রাইস আবার previous Low তে ফিরে আসতে পারে এবং ডাউন ট্রেন্ড Continue করতে পারে।



 source: http://banglaforexschool.com/

Wednesday, April 3, 2013

EUR/USD ডেইলি আউটলুক ৩ এপ্রিল ২০১৩



গতকাল(২ এপ্রিল) EUR/USD অনেকটা Neutral ছিল বললে ভুল হবে না, তবে Lower Low 1.2750 থেকে কিছুটা Consolidation দেখা গিয়েছিল। পরবর্তীতে 1.3048 এর মাইনর Resistance বহাল থাকা পর্যন্ত এই পেয়ারে Bearish মুভমেন্ট দেখা যেতে পারে। এখন অথবা পরে 1.3710 থেকে শুরু হওয়া Downtrend Continue করার সম্ভাবনা রয়েছে, 1.2750 এর ব্রেক হলে নেক্সট টার্গেট হতে পারে 1.2661 সাপোর্ট। 

GBP/USD ডেইলি আউটলুক ৩ এপ্রিল ২০১৩



1.5092 মাইনর সাপোর্টের Break Suggest করে 1.4830 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ড Consolidation বা Rebound শেষ। এখন টার্গেট হতে পারে Previous Low 1.4830 এর Retest. এবং Low এর ব্রেক 1.6380 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ডকে Resume করবে এবং পেয়ারটিকে 1,4229 প্রাইসে নিয়ে যেতে পারে।  অপর দিকে 1.5259 এর ব্রেক নতুন ট্রেন্ড এর সিগন্যাল দিতে পারে। তাছাড়াও ফিবো Retracement 38.2% আছে 1.5422 প্রাইসে ( 1.6380 থেকে 1.4830). তাই সবমিলিয়ে আশা করছি GBP/USD মুভমেন্ট বেয়ারিশ হতে পারে

USD/JPY ডেইলি আউটলুক ৩ এপ্রিল ২০১৩


গত দিনের  মত আজকেও একই কথা বলার আছে USD/JPY এর জন্য। কারন 94.37এর মানর Resistance Intact আছে। Resistance এর ব্রেক প্রাইসকে আবার 96.70 রিটেস্ট করাতে পারে। তবে চার্ট দেখে মনে হচ্ছে পেয়ারটি ফাইনালি ডাউন ট্রেন্ডে রয়েছে( Fibo Fan). তবে 90.85 প্রাইসে strong সাপোর্ট আছে। আপাতত প্রাইস যদি Resistance ব্রেক করতে না পারে তবে আমরা ধারণা করছি বেয়ারিশ মুভমেন্টে থাকবে।

Monday, April 1, 2013

EUR/USD ডেইলি আউটলুক ২ এপ্রিল ২০১৩


4H চার্ট একটু ভালো করে দেখুন পেয়ারটি 1.2751 প্রাইসে মনে হচ্ছে Cycle Bottom তৈরি করেছে বলে মনে হচ্ছে। পরবর্তীতে এই ঊর্ধ্বমুখী যাত্রা হয়তো অব্যাহত থাকতে পারে এবং প্রথম টার্গেট হতে পারে 1.2960 এরিয়া। Key Resistance রয়েছে 1.3000 প্রাইসে। Resistance এর ব্রেক 1.3710 ( Feb 1 High) থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ডের কমপ্লিটের সিগন্যাল দিবে। Overall EUR/USD মুভমেন্ট বুলিশ থাকবে বলে আশা করছি। 




Forex Signal


Performance:    

Date
Buy / Sell
Currency
Entry Point
Result
(PIPS)
 04-03-2013 BUYEUR/GBP0.8645-20
 04-03-2013BUY USD/CAD 1.0290 -20 
 04-03-2013BUY EUR/USD 1.2996 +40 
 05-03-2013BUY AUD/USD  1.0225+35 
06-03-2013 SELL USD/CHF  0.9440-20 
 06-03-2013SELL AUD/USD 1.0265 
+30 
06-03-2013BUYEUR/USD1.2980
+80
07-03-2013BUYEUR/JPY122.50
+120
08-03-2013BUY GBP/USD 1.4980 
+40 
12-03-2013BUYUSD/JPY96.00
+15
13-03-2013BUYGBP/USD1.4953
+5
13-03-2013SELLEUR/USD1.3055+40
13-03-2013BUYUSD/JPY95.85+25
13-03-2013BUYAUD/USD1.0295+55
14-03-2013SELLEUR/USD1.2945+70
15-03-2013BUYEUR/USD1.3036+28
18-03-2013BUYEUR/USD1.2904+55
18-03-2013SELL AUD/USD1.3090+5
19-03-2013BUYGBP/USD1.5093+18
19-03-2013BUYGBP/USD1.5120+5
19-03-2013BUYEUR/USD1.2940-40
19-03-2013BUYEUR/USD 1.2885-20
20-03-2013BUYEUR/USD1.2890+2
20-03-2013SELLEUR/USD1.2907-18
21-03-2013SELLEUR/USD1.2942+50
21-03-2013SELLEUR/USD1.2920+28
25-03-2013SELLEUR/USD1.3035+35
25-03-2013SELLUSD/CHF0.9476-30
26-03-2013SELLAUD/USD1.0475+40
28-03-2013SELLUSD/CHF0.9529+50
28-03-2013BUYUSD/CAD1.0156+5
TOTAL+708

Forex Signal


Performance:    

Date
Buy / Sell
Currency
Entry Point
Result
(PIPS)
 04-03-2013 BUYEUR/GBP0.8645-20
 04-03-2013BUY USD/CAD 1.0290 -20 
 04-03-2013BUY EUR/USD 1.2996 +40 
 05-03-2013BUY AUD/USD  1.0225+35 
06-03-2013 SELL USD/CHF  0.9440-20 
 06-03-2013SELL AUD/USD 1.0265 
+30 
06-03-2013BUYEUR/USD1.2980
+80
07-03-2013BUYEUR/JPY122.50
+120
08-03-2013BUY GBP/USD 1.4980 
+40 
12-03-2013BUYUSD/JPY96.00
+15
13-03-2013BUYGBP/USD1.4953
+5
13-03-2013SELLEUR/USD1.3055+40
13-03-2013BUYUSD/JPY95.85+25
13-03-2013BUYAUD/USD1.0295+55
14-03-2013SELLEUR/USD1.2945+70
15-03-2013BUYEUR/USD1.3036+28
18-03-2013BUYEUR/USD1.2904+55
18-03-2013SELL AUD/USD1.3090+5
19-03-2013BUYGBP/USD1.5093+18
19-03-2013BUYGBP/USD1.5120+5
19-03-2013BUYEUR/USD1.2940-40
19-03-2013BUYEUR/USD 1.2885-20
20-03-2013BUYEUR/USD1.2890+2
20-03-2013SELLEUR/USD1.2907-18
21-03-2013SELLEUR/USD1.2942+50
21-03-2013SELLEUR/USD1.2920+28
25-03-2013SELLEUR/USD1.3035+35
25-03-2013SELLUSD/CHF0.9476-30
26-03-2013SELLAUD/USD1.0475+40
28-03-2013SELLUSD/CHF0.9529+50
28-03-2013BUYUSD/CAD1.0156+5
TOTAL+708