Showing posts with label daily analysis. Show all posts
Showing posts with label daily analysis. Show all posts

Tuesday, August 20, 2013

EUR/USD ডেইলি আউটলুক ২১ অগাস্ট ২০১৩

গতকাল EUR/USD 1.3400 এর Resistance কে ব্রেক করে 1.3451 পর্যন্ত উঠেছিল। এই মুহূর্তে পেয়ারটি ট্রেন্ড আপ থাকবে আশা করছি। যেমন টা গতকালের
আনাল্যসিস এ বলেছিলাম Resistance এর ব্রেক হলে 1.2756 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড Resume হবে। ডাউন সাইডে সাপোর্ট রয়েছে 1.3205 প্রাইসে এর ব্রেক না হলে EUR/USD আউটলুক বুলিশ থাকতে পারে।

USD/CHF ডেইলি আউটলুক ২১ অগাস্ট ২০১৩

USD/CHF এর আউটলুকে বলা যায় পেয়ারটিতে Deeper Decline দেখা যেতে পারে। পেয়ারটি Previous Low 0.9173 কে ব্রেক করেছে তবে এখনো সাপোর্ট 0.9130
break হয় নাই। কিন্তু মার্কেট মুভমেন্ট Strong bearish থাকায় আশা করছি সেটাও ব্রেক করতে পারে, টার্গেট 0.9021 এরিয়া। Upside এ Resistance 0.9396 এর ব্রেক হলে কারেন্ট প্রাইসের কাছে বোটম তৈরি হবার সিগন্যাল পাওয়া যাবে otherwise movement will stay bearish !

Monday, August 19, 2013

GBP/USD ডেইলি আউটলুক ১৯ অগাস্ট ২০১৩


GBP/USD এর আপওয়ার্ড মুভমেন্ট 1.5102 থেকে শুরু করে 1.5656 প্রাইসে টপ তৈরি করেছে। পরবর্তীতে পেয়ারটি আবার আপ হতে পারে তবে এর পূর্বে মার্কেটে
কিছুটা Consolidation সেখা যেতে পারে। Consolidation শেষে টার্গেট হতে পারে 1.5750 area। ডাউন সাইডে সাপোর্ট রয়েছে 1.5420 এবং 1.5350 প্রাইসে। সাপোর্ট এর ক্লিয়ার ব্রেক হলে আশা করি মার্কেটে বেয়ারিশ মুভমেন্ট দেখতে পাওয়া যাবে, তাছাড়া অভার অল মুভমেন্ট বুলিশ।  

AUSD/USD ডেইলি আউটলুক ১৯ অগাস্ট ২০১৩


0.8847 to 0.9317 range এর মধ্যে থাকলেও পেয়ারটি 0.9220 এর Resistance কে ব্রেক করেছে এবং এর ফলে পরবর্তীতে 0.9317 কে টেস্ট করতে পারে। এই
strong Resistance 0.9317 এর ব্রেক হলে আশা করছি পেয়ারটি লং টার্ম এ Uptrend এ যাবে। অপর দিকে মাইনর সাপোর্ট 0.9058 এর ব্রেক হলে বেয়ারিশ মুভমেন্ট দেখা যেতে পারে Otherwise পেয়ারটির মুভমেন্ট Bullish থাকবে। 

USD/JPY ডেইলি আউটলুক ১৯ অগাস্ট ২০১৩


USD/JPY 98.64 প্রাইসে টপ তৈরি করেছে, তবে ডাউন ট্রেন্ড এর আপার লাইন কে ব্রেক করতে পারে নাই। ট্রেন্ড এর ব্রেক হলে আশা করি পেয়ারটিতে ভালো একটা
বুলিশ মুভমেন্ট দেখা যেতে পারে। ট্রেন্ড ডাউন হওয়ায় কারেন্ট আউটলুক বেয়ারিশ। মাইনর সাপোর্ট 97.03 এর ব্রেক হলে next support 96.00 কে টেস্ট করার সম্ভাবনা বেড়ে যাবে।

EUR/USD ডেইলি আউটলুক ১৯ অগাস্ট ২০১৩


EUR/USD ১৮ জুন এর পর ৮ অগাস্ট 1.3400 Resistance কে টেস্ট করেছিল। এই মুহূর্তে পেয়ারটি 1.3400 Resistance পুনরায় টেস্ট করবার পথে আছে। Resistance
এর ব্রেক হলে পেয়ারটির 1.2756 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড Resume হতে পারে এবং টার্গেট হতে পারে 1.4000 এরিয়া। অপরদিকে Resistance ব্রেক না হলে EUR./USD সাইড ওয়ে মুভমেন্টে ফিরে যাবে ( 1.3200 to 1.3400 ) ।  

Wednesday, March 27, 2013

USD/JPY ডেইলি আউটলুক ২৮ মার্চ ২০১৩


USD/JPY 4H চার্টে এখনো Downtrend প্রাইস চ্যানেল এ রয়েছে, এবং 96.70 থেকে এই Downtrend শুরু হয়েছ। যতদিন প্রাইস চ্যানেল এর Upper line এ  Resistance বহাল থাকবে আশা করছি ততদিন ডাউন ট্রেন্ড Continue করবে বলে আশা করছি। এবং পরবর্তী টার্গেট হতে পারে  92.00 -93.00 প্রাইস এরিয়া। অপরদিকে Upside Resistance এর ক্লিয়ার ব্রেক প্রাইসের নতুন ট্রেন্ড শুরু করতে পারে ।