Monday, September 9, 2013

ফরেক্স স্ট্রাটেজি'র সাতকাহন


নতুন ফরেক্স ট্টেডারদের প্রায়ই মাথা ঠুকতে দেখা যায়  "ট্রেডিং স্ট্র্যাটেজি" নিয়ে। "ভাই আপনার স্ট্র্যাটেজিটা কি দেয়া যাবে ?" কিংবা "আপনার স্ট্র্যাটেজিটা কি ?" এরকম কথা প্রায়ই ফেসবুকে দেখা যায়। আমাকে একথা কেউ বললে বলি, আমি এনা্লাইসিস শেখাতে পারি কিন্তু স্ট্র্যাটেজি শেখাতে পারবো না। বস্তুত একজন ট্টেডারের একটা স্ট্র্যাটেজি দাড় করাতে মাসের পর মাস লাগতে পারে। এবং সে যে স্ট্র্যাটেজিতে সফল হয়েছে সবাই যে তাতে সফল হবে তার কোনো গ্যারান্টি নাই। কারন প্রতিটা ট্রেডার ইউনিক। একটা ট্টেড কতক্ষন ধরে রাখবো, কত পিপস লাভ করবো, কত পিপস লস করবো .. এটা একেক জনের একেক রকম হবে। তাই স্ট্র্যাটেজিও নিজেকেই ডেভেলপ করতে হবে 
 বিস্তারিত :
http://banglaforexschool.com/index.php/articles/563-2013-09-09-05-31-26

Sunday, September 8, 2013

GBP/USD Weekly Outlook 9-13 September 2013



GBP/USD এর আউটলুকে গত সপ্তাহে তেমন কোন বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। তাই এ সপ্তাহে প্রথম দিকে GU এর মুভমেন্ট neutral থাকতে পারে। সাপোর্ট 1.5422 এর ব্রেক হলে মার্কেট বেয়ারিশ মমেন্টাম শুরু হবার সিগন্যাল দিতে পারে এবং একই সাথে 1.4813 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড 1.5715 এ টপ তৈরি করে শেষ হবার সিগন্যাল দিতে পারে। ডাউন সাইডে টার্গেট হতে পারে 1.5101 এবং 1.4813. বেয়ারিশ মুভমেন্ট কে গুরুত্ব দেয়ার আরেকটি কারন হচ্ছে Strong Resistance @ 1.5751 প্রাইস। এখান থেকে pull back এর আগেও একবার হয়েছে তাই এই পয়েন্ট Reversal এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু key Resistance  1.5751 এর ব্রেক হলে মার্কেট পরবর্তী Resistance 1.6380 Focus করবে।

Fibo Exp. থেকে দেখা যাচ্ছে 100% Projection near 1.5755 প্রাইসে রেজিস্টান্স রয়েছে। এর ব্রেক হলে টার্গেট হবে  Fibo 161.8% projection.

EUR/USD Weekly Outlook 9-13 September 2013

গতসপ্তাহে EUR/USD 1.3451 প্রাইস থেকে অনেকটা নিচে 1.3104 প্রাইসে Low তৈরি করেছে। এবং Long Term Outlook এ সাইড ওয়ে মুভমেন্ট এর সিগন্যাল দিচ্ছে। প্রাইসের কারেন্ট ডাউন ওয়ার্ড মুভমেন্ট 1.2755 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড 1.3451 প্রাইসে কমপ্লিট হয়ে যাবার সিগন্যাল দিচ্ছে। এবং আবার Low 1.2755 কে টেস্ট করার ডাউন ট্রেন্ড Develop হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। মার্কেট মুভমেন্ট সাইড ওয়ে হবার কারনে Resistance 1.3222 কে গুরুত্ব দিচ্ছি । Resistance 1.3222 এর ব্রেক হলে মার্কেট মুভমেন্ট পুনরায় বুলিশ হবে আশা করছি এবং 1.3451 কে Re-test করবে।
 
আমরা যদি আরও বড় টাইম ফ্রেম এর  চার্ট দেখি, তাহলে EUR/USD পেয়ারে side way movement পরিস্কার হয়ে উঠবে। তাই Specific কোন ট্রেড এর জন্য সাপোর্ট 1.2746 অথবা Resistance 1.3451 এর ব্রেক প্রয়োজন। 

GOLD Weekly Outlook 9-13 September 2013

Gold ২৮ জুন থেকে আপ ট্রেন্ডে রয়েছে। তবে পেয়ারটি ডাউন চ্যানেল এ থাকায় কিছুটা বেয়ারিশ মুভমেন্ট দেখা গিয়েছিল। সাপোর্ট 1350 , এবং ট্রেন্ড লাইনের Lower Line strong support হিসেবে কাজ করছে। ট্রেন্ড আপ হবার দরুন আশা করছি পেয়ারটি ট্রেন্ড লাইন কে টেস্ট করে আবার আপ হবার সম্ভাবনা অনেক বেশি। ট্রেন্ড লাইনের ব্রেক পেয়ারটিকে পরবর্তী সাপোর্ট 1320 & 1272 কে টেস্ট করা সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

ডেইলি চার্ট এ Fibo analysis থেকে দেখা যায় 1798 to 1179 এর 38.2% projection থেকে ফিরে আসছে বলে মনে হচ্ছে। তবে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে তাই Retracement আশা করছি Fibo 50% near 1488 . 

Tuesday, August 20, 2013

GBP/USD ডেইলি আউটলুক ২১ অগাস্ট ২০১৩


GBP/USD মমেন্টাম আপ আছে তবে কিছুটা দুর্বল হয়ে পরেছে এই মুহূর্তে। পেয়ারটি Fibo Exp. H4 চার্ট থেকে দেখা যায় ১০০% projection রয়েছে 1.5722 প্রাইসে
তাই সেখান থেকে Strong Pull Back আশা করছি। তবে খুব কাছের সাপোর্ট রয়েছে 1.5422 price এ , এর ব্রেক bearish movement এর সিগন্যাল দিবে। তবে 1.5722 to 1.5751 level Resistance এর ক্লিয়ার ব্রেক পরবর্তী Resistance 1.6380 কে টেস্ট করাতে পারে। 

EUR/USD ডেইলি আউটলুক ২১ অগাস্ট ২০১৩

গতকাল EUR/USD 1.3400 এর Resistance কে ব্রেক করে 1.3451 পর্যন্ত উঠেছিল। এই মুহূর্তে পেয়ারটি ট্রেন্ড আপ থাকবে আশা করছি। যেমন টা গতকালের
আনাল্যসিস এ বলেছিলাম Resistance এর ব্রেক হলে 1.2756 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড Resume হবে। ডাউন সাইডে সাপোর্ট রয়েছে 1.3205 প্রাইসে এর ব্রেক না হলে EUR/USD আউটলুক বুলিশ থাকতে পারে।

USD/CHF ডেইলি আউটলুক ২১ অগাস্ট ২০১৩

USD/CHF এর আউটলুকে বলা যায় পেয়ারটিতে Deeper Decline দেখা যেতে পারে। পেয়ারটি Previous Low 0.9173 কে ব্রেক করেছে তবে এখনো সাপোর্ট 0.9130
break হয় নাই। কিন্তু মার্কেট মুভমেন্ট Strong bearish থাকায় আশা করছি সেটাও ব্রেক করতে পারে, টার্গেট 0.9021 এরিয়া। Upside এ Resistance 0.9396 এর ব্রেক হলে কারেন্ট প্রাইসের কাছে বোটম তৈরি হবার সিগন্যাল পাওয়া যাবে otherwise movement will stay bearish !

USD/JPY ডেইলি আউটলুক ২১ অগাস্ট ২০১৩

USD/JPY একটা রেঞ্জ এর মধ্যে উঠানামা করছে তাই এর আউটলুক Neutral বলা যায়। 103.73 এর পর থেকে পেয়ারটি Consolidation এর মধ্যে রয়েছে। তবে
Resistance 98.65 এর ব্রেক হলে পেয়ারটি 100.00 level কে টেস্ট করতে পারে। তবে 95.80 এর ব্রেক Deeper Fall এর সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। 

Monday, August 19, 2013

GBP/USD ডেইলি আউটলুক ১৯ অগাস্ট ২০১৩


GBP/USD এর আপওয়ার্ড মুভমেন্ট 1.5102 থেকে শুরু করে 1.5656 প্রাইসে টপ তৈরি করেছে। পরবর্তীতে পেয়ারটি আবার আপ হতে পারে তবে এর পূর্বে মার্কেটে
কিছুটা Consolidation সেখা যেতে পারে। Consolidation শেষে টার্গেট হতে পারে 1.5750 area। ডাউন সাইডে সাপোর্ট রয়েছে 1.5420 এবং 1.5350 প্রাইসে। সাপোর্ট এর ক্লিয়ার ব্রেক হলে আশা করি মার্কেটে বেয়ারিশ মুভমেন্ট দেখতে পাওয়া যাবে, তাছাড়া অভার অল মুভমেন্ট বুলিশ।  

AUSD/USD ডেইলি আউটলুক ১৯ অগাস্ট ২০১৩


0.8847 to 0.9317 range এর মধ্যে থাকলেও পেয়ারটি 0.9220 এর Resistance কে ব্রেক করেছে এবং এর ফলে পরবর্তীতে 0.9317 কে টেস্ট করতে পারে। এই
strong Resistance 0.9317 এর ব্রেক হলে আশা করছি পেয়ারটি লং টার্ম এ Uptrend এ যাবে। অপর দিকে মাইনর সাপোর্ট 0.9058 এর ব্রেক হলে বেয়ারিশ মুভমেন্ট দেখা যেতে পারে Otherwise পেয়ারটির মুভমেন্ট Bullish থাকবে। 

USD/JPY ডেইলি আউটলুক ১৯ অগাস্ট ২০১৩


USD/JPY 98.64 প্রাইসে টপ তৈরি করেছে, তবে ডাউন ট্রেন্ড এর আপার লাইন কে ব্রেক করতে পারে নাই। ট্রেন্ড এর ব্রেক হলে আশা করি পেয়ারটিতে ভালো একটা
বুলিশ মুভমেন্ট দেখা যেতে পারে। ট্রেন্ড ডাউন হওয়ায় কারেন্ট আউটলুক বেয়ারিশ। মাইনর সাপোর্ট 97.03 এর ব্রেক হলে next support 96.00 কে টেস্ট করার সম্ভাবনা বেড়ে যাবে।

EUR/USD ডেইলি আউটলুক ১৯ অগাস্ট ২০১৩


EUR/USD ১৮ জুন এর পর ৮ অগাস্ট 1.3400 Resistance কে টেস্ট করেছিল। এই মুহূর্তে পেয়ারটি 1.3400 Resistance পুনরায় টেস্ট করবার পথে আছে। Resistance
এর ব্রেক হলে পেয়ারটির 1.2756 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড Resume হতে পারে এবং টার্গেট হতে পারে 1.4000 এরিয়া। অপরদিকে Resistance ব্রেক না হলে EUR./USD সাইড ওয়ে মুভমেন্টে ফিরে যাবে ( 1.3200 to 1.3400 ) ।  

Thursday, August 15, 2013

USD/CAD analysis


USD/CAD currently সাইড ওয়েতে রয়েছে। রেঞ্জ 1.0243 to 1.0445। তাই রেঞ্জ এর ব্রেক না হওয়া পর্যন্ত specific direction সম্পর্কে ধারনা করা উচিত নয়।

একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত,
BUY @ UPTREND
SELL @ DOWNTREND
WATCH ONLY @ SIDEWAY

Sunday, April 7, 2013

Weekly অউটলুক ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০১৩


EUR/USD



গত সপ্তাহে EUR/USD নতুন Lower Low 1.2746 প্রাইসে করলেও খুব শক্তিশালী একটা Rebound মার্কেটে দেখা গিয়েছে। মার্কেট 1.3000 প্রাইসের Psychological Level পার করেছে এবং ক্লোজিং প্রাইস 1.2900 প্রাইস। তবে মার্কেট মুভমেন্ট দেখে বঝা যাচ্ছে  পেয়ারটি 1.2746 প্রাইসে বোটম তৈরি করেছে।  Fibo 38.2 % এখনো টেস্ট না করায় পরবর্তীতে প্রাইসের আরও Upside মুভমেন্ট এর সম্ভাবনা থেকে যাচ্ছে। Resistance আছে 1.3114 প্রাইসে High 1.3710 থেকে  low 1.2746 . এই Resistance এর ক্লিয়ার ব্রেক হলে পরবর্তীতে প্রাইসের টার্গেট হতে পারে 61.8% 1.3342 প্রাইসে। অপরদিকে সাপোর্ট রয়েছে 1.2900 প্রাইসে এর ব্রেক সকল বিতর্কের অবসান ঘটিয়ে মার্কেটকে আবার 1.2661 কী সাপোর্ট লেভেলে নিয়ে যেতে পারে। 


GBP/USD
 
1.4830 প্রাইস থেকে Rebound করে New High 1.5363 প্রাইসে তৈরি করেছে।  এই সপ্তাহে আশা করা হচ্ছে প্রাইস মুভমেন্ট আপ সাইডে থাকবে। তবে যদি এটাকে ডাঊন ট্রেন্ড Consolidation ধরে নিই তবে 38.2 % 1.5422 প্রাইস Fibo Strong Resistance এর কাজ করতে পারে [ high 1.6380 to low 1.4830] এবং প্রাইস ফিরে আসতে পারে আবার 1.4830 লেভেলে তবে এর পূর্বে মাইনর সাপোর্ট 1.5198 এর ব্রেক প্রয়োজন এর পরের সাপোর্ট রয়েছে 1.5032. অপরদিকে 38.2% [1.5422]  এর ব্রেক হলে প্রাইসের পরবর্তী টার্গেট হতে পারে 1.5788 [ Fibo 61.8%]. 


USD/JPY
 
USD/JPY পেয়ার তার আপ ট্রেন্ড Resume করেছে বলে হচ্ছে। পেয়ারটি 96.70 প্রাইসের থাকা Higher High কে ব্রেক করে New Higher 97.83 প্রাইসে তৈরি করেছে এবং আশা করছি পরবর্তীতে পেয়ারটির টার্গেট হতে পারে 100.00 Psychological লেভেল। এছাড়াও Fibo 161.8% Projection [ 90.88 to 96.70]  টার্গেট করে 100.00 level. অপরদিকে মাইনর সাপোর্ট 95.74 এর ব্রেক প্রাইস মুভমেন্টকে Neutral করবে।  এবং মার্কেটে Consolidation দেখা যেতে পারে।  তবে ডাউন ট্রেন্ড শুরু হবার জন্য প্রয়োজন 92.56 এর ক্লিয়ার ব্রেক নয়ত পেয়ার টি পূর্বের মত একটা রেঞ্জ এর মধ্যে উথা নামা করবে।  সব মিলিয়ে বলা যায় USD/JPY মুভমেন্ট এই সপ্তাহে বুলিশ থাকবে বলে আশা করছি। 

USD/CHF

 
গত সপ্তাহে USD/CHF পেয়ারটি 0.9352 এর সাপোর্ট ব্রেক করে  Sharply Decline হয়েছে এবং new Low তৈরি করেছে 0.9344 প্রাইসে। এই অবস্থায় 0.9566 থেকে প্রাইসের Fall কে Consolidation বলা যায় এবং পরবর্তী টার্গেট হতে পারে 50% Retracement 0.9294 প্রাইস [ 0.9021 to 0.9566]. সাপোর্ট 0.9294 এর ব্রেক বেয়ারিশ মুভমেন্ট এর সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছি এবং পরবর্তী টার্গেট হতে পারে 0.9021 লেভেল।  
source: www.banglaforexschool.com

Thursday, April 4, 2013

EUR/USD ডেইলি আউটলুক ৫ এপ্রিল ২০১৩


EUR/USD 4H চার্টে 1.2747 প্রাইসে সাইকেল বোটম তৈরি করে এবং বাউন্স করে খুব দ্রুত উপরে উঠে যায়। এখন Key Resistance টেস্ট করার পালা আশা করছি পরবর্তীতে পেয়ারটি 1.3000 প্রাইসে থাকা Key Resistance কে টেস্ট করবে। তবে Resistance এর ক্লিয়ার ব্রেক 1.3710 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ড শেষ এর সিগন্যাল দিবে বলে ধারণা করছি। তখন মার্কেটে নতুন এক ত্রেন্ড পাও্যা যেতে পারে যার টার্গেট হতে পারে 1.4000 প্রাইস জোন। উল্টো দিকে যদি Resistance এর ক্লিয়ার ব্রেক না হয় তবে 1.2747 থেকে প্রাইসের উঠে যাওয়াকে Consolidation বলা যায় এবং Consolidation শেষে প্রাইস আবার previous Low তে ফিরে আসতে পারে এবং ডাউন ট্রেন্ড Continue করতে পারে।



 source: http://banglaforexschool.com/

Wednesday, April 3, 2013

EUR/USD ডেইলি আউটলুক ৩ এপ্রিল ২০১৩



গতকাল(২ এপ্রিল) EUR/USD অনেকটা Neutral ছিল বললে ভুল হবে না, তবে Lower Low 1.2750 থেকে কিছুটা Consolidation দেখা গিয়েছিল। পরবর্তীতে 1.3048 এর মাইনর Resistance বহাল থাকা পর্যন্ত এই পেয়ারে Bearish মুভমেন্ট দেখা যেতে পারে। এখন অথবা পরে 1.3710 থেকে শুরু হওয়া Downtrend Continue করার সম্ভাবনা রয়েছে, 1.2750 এর ব্রেক হলে নেক্সট টার্গেট হতে পারে 1.2661 সাপোর্ট। 

GBP/USD ডেইলি আউটলুক ৩ এপ্রিল ২০১৩



1.5092 মাইনর সাপোর্টের Break Suggest করে 1.4830 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ড Consolidation বা Rebound শেষ। এখন টার্গেট হতে পারে Previous Low 1.4830 এর Retest. এবং Low এর ব্রেক 1.6380 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ডকে Resume করবে এবং পেয়ারটিকে 1,4229 প্রাইসে নিয়ে যেতে পারে।  অপর দিকে 1.5259 এর ব্রেক নতুন ট্রেন্ড এর সিগন্যাল দিতে পারে। তাছাড়াও ফিবো Retracement 38.2% আছে 1.5422 প্রাইসে ( 1.6380 থেকে 1.4830). তাই সবমিলিয়ে আশা করছি GBP/USD মুভমেন্ট বেয়ারিশ হতে পারে

USD/JPY ডেইলি আউটলুক ৩ এপ্রিল ২০১৩


গত দিনের  মত আজকেও একই কথা বলার আছে USD/JPY এর জন্য। কারন 94.37এর মানর Resistance Intact আছে। Resistance এর ব্রেক প্রাইসকে আবার 96.70 রিটেস্ট করাতে পারে। তবে চার্ট দেখে মনে হচ্ছে পেয়ারটি ফাইনালি ডাউন ট্রেন্ডে রয়েছে( Fibo Fan). তবে 90.85 প্রাইসে strong সাপোর্ট আছে। আপাতত প্রাইস যদি Resistance ব্রেক করতে না পারে তবে আমরা ধারণা করছি বেয়ারিশ মুভমেন্টে থাকবে।

Monday, April 1, 2013

EUR/USD ডেইলি আউটলুক ২ এপ্রিল ২০১৩


4H চার্ট একটু ভালো করে দেখুন পেয়ারটি 1.2751 প্রাইসে মনে হচ্ছে Cycle Bottom তৈরি করেছে বলে মনে হচ্ছে। পরবর্তীতে এই ঊর্ধ্বমুখী যাত্রা হয়তো অব্যাহত থাকতে পারে এবং প্রথম টার্গেট হতে পারে 1.2960 এরিয়া। Key Resistance রয়েছে 1.3000 প্রাইসে। Resistance এর ব্রেক 1.3710 ( Feb 1 High) থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ডের কমপ্লিটের সিগন্যাল দিবে। Overall EUR/USD মুভমেন্ট বুলিশ থাকবে বলে আশা করছি। 




Forex Signal


Performance:    

Date
Buy / Sell
Currency
Entry Point
Result
(PIPS)
 04-03-2013 BUYEUR/GBP0.8645-20
 04-03-2013BUY USD/CAD 1.0290 -20 
 04-03-2013BUY EUR/USD 1.2996 +40 
 05-03-2013BUY AUD/USD  1.0225+35 
06-03-2013 SELL USD/CHF  0.9440-20 
 06-03-2013SELL AUD/USD 1.0265 
+30 
06-03-2013BUYEUR/USD1.2980
+80
07-03-2013BUYEUR/JPY122.50
+120
08-03-2013BUY GBP/USD 1.4980 
+40 
12-03-2013BUYUSD/JPY96.00
+15
13-03-2013BUYGBP/USD1.4953
+5
13-03-2013SELLEUR/USD1.3055+40
13-03-2013BUYUSD/JPY95.85+25
13-03-2013BUYAUD/USD1.0295+55
14-03-2013SELLEUR/USD1.2945+70
15-03-2013BUYEUR/USD1.3036+28
18-03-2013BUYEUR/USD1.2904+55
18-03-2013SELL AUD/USD1.3090+5
19-03-2013BUYGBP/USD1.5093+18
19-03-2013BUYGBP/USD1.5120+5
19-03-2013BUYEUR/USD1.2940-40
19-03-2013BUYEUR/USD 1.2885-20
20-03-2013BUYEUR/USD1.2890+2
20-03-2013SELLEUR/USD1.2907-18
21-03-2013SELLEUR/USD1.2942+50
21-03-2013SELLEUR/USD1.2920+28
25-03-2013SELLEUR/USD1.3035+35
25-03-2013SELLUSD/CHF0.9476-30
26-03-2013SELLAUD/USD1.0475+40
28-03-2013SELLUSD/CHF0.9529+50
28-03-2013BUYUSD/CAD1.0156+5
TOTAL+708